গুলশান ও শোলাকিয়ার সর্বশেষ আপডেট | দুটি হামলায় একই গোষ্ঠী জড়িতঃ আইজিপি

গুলশান ও শোলাকিয়ার সর্বশেষ আপডেট | দুটি হামলায় একই গোষ্ঠী জড়িতঃ আইজিপি


Liked on YouTube: গুলশান ও শোলাকিয়ার সর্বশেষ আপডেট | দুটি হামলায় একই গোষ্ঠী জড়িতঃ আইজিপি http://youtu.be/bLcaCA7jKiM গুলশান ও শোলাকিয়ার সর্বশেষ আপডেট | দুটি হামলায় একই গোষ্ঠী জড়িতঃ আইজিপি ____________________________ -------------------------------------------------- ভিডিও তথ্য সংগ্রহ করা হয়েছেঃ চান্যেল ২৪, চ্যানেল ৭১, ইন্ডিপেনডেন্ট টিভি এবং ইউটিউব থেকে। তারিখঃ ১০ই জুলাই ২০১৬ ঘটনাঃ শোলাকিয়া, কিশোরগঞ্জ এবং আর্টিশিয়ান , গুলশান ভিডিও এর সকল সত্যঃ ইন্ডিপেনডেন্ট টিভি _____________________________ -------------------------------------------------- শোলাকিয়া নিহত আবীর মার্চ থেকে নিখোঁজ শোলাকিয়া ঈদগাহ ময়দানের পাশে হামলার সময় পুলিশের গুলিতে নিহত আবীর রহমান বাসা থেকে নিখোঁজ হন গত মার্চে। তবে এর প্রায় চার মাস পর গত বুধবার থানায় জিডি করে পরিবার। আবীরের গ্রামের বাড়ি কুমিল্লার দেবীদ্বার হলেও পরিবারের সবার সঙ্গে তিনি থাকতেন রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায়। শোলাকিয়া হামলার সময় পায়জামা-পাঞ্জাবী পরা আবীরের দুই হাতে ছিল অস্ত্র। পুলিশের ওপর হামলার পর শুরু হয় বন্দুকযুদ্ধ। একপর্যায়ে গুলিবিদ্ধ হয়ে মারা যান তিনি। আবীরের মৃতদেহ তল্লাশি করে বিস্মিত পুলিশ। ঢিলে পায়জামার ভিতরে ছিল জিন্স প্যান্ট, যারা মধ্যে ছিল অস্ত্র রাখার বিশেষ ব্যবস্থা। ঘটনার একদিন পর তার বিস্তারিত পরিচয় জানতে পারে পুলিশ। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের বিবিএ শেষর্বষের ছাত্র আবীর রহমান ৪ ভাইয়ের মধ্যে সবার ছোট। বাবা ঠিকাদারির সঙ্গে জড়িত। বড় ভাই দেশের একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরিরত এবং অন্য দুই ভাই আছেন অস্ট্রেলিয়ায়। পরিবারের সদস্যদের দাবি গত মার্চ থেকে নিখোঁজ ছিলেন আবীর। স্বজনেরা জানান, বাংলাদেশ ইন্টারন্যাশনাল টিউটোরিয়াল বা বিআইটি থেকে ও, এ লেভেল শেষ করে আবীর ভর্তি হন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে। সম্প্রতি মালয়েশিয়া যেতে চাইলে পরিবার বাধা দেয় এরপর থেকেই তিনি নিখোঁজ হন। আবীরের সঙ্গে থাকা অন্য দুই জনকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। তারা জঙ্গি মতাদর্শে ব্যাপকভাবে প্রভাবিত বলে জানিয়েছেন কর্মকর্তারা।

Post a Comment

সর্বশেষ সংবাদ

Copyright © VIDFOLIO - Best Video Marketing Agency in Bangladesh . Designed by OddThemes