বিশ্বব্যাপি করোনা ভাইরাসের ভয়ংকর রুপ, ১৭ গুণ বেশি গতিতে বৃদ্ধি পাচ্ছে - Somoy Osomoy

বিশ্বব্যাপি করোনা ভাইরাসের ভয়ংকর রুপ, ১৭ গুণ বেশি গতিতে বৃদ্ধি পাচ্ছে - Somoy Osomoy



করোনা ভাইরাস সম্পর্কিত সর্বশেষ সংবাদঃ • মোবাইল ফোনে চার দিন বেঁচে থাকতে পারে করোনা @ http://tiny.cc/iikxkz • করোনা : সরকারের পদক্ষেপ জানতে চান হাইকোর্ট @ http://tiny.cc/6fkxkz • করোনাভাইরাস থেকে মুক্তি পেতে ইবির মেডিকেল প্রধানের উক্তি @ http://tiny.cc/mekxkz • মংলায় করোনাভাইরাসে ৩ বিদেশীর মৃত্যুর ‘গুজব’ @ http://tiny.cc/rhkxkz • করোনা সংক্রমণ এড়াতে অনুপম খেরের পরামর্শ @ http://tiny.cc/djkxkz • করোনাভাইরাস সম্পর্কিত বিজ্ঞাপন ফেসবুকে ফ্রি @ http://tiny.cc/khkxkz ---------------------------------------- চীনে যে গতিতে সংক্রমণ ছড়িয়েছে, চীনের বাইরে এই সংক্রমণ ১৭ গুণ বেশি প্রসঙ্গত গত বছরের শেষ দিকে চীনের মধ্য শহর উহানের একটি সামুদ্রিক খাদ্যবাজার থেকে করোনাভাইরাস ছড়ায় এর পর বেইজিং ও সাংহাইসহ চীনা শহরগুলো এবং বিশ্বের কমপক্ষে ৮৫ দেশে করোনা ছড়িয়ে পড়েছে দিন দিন ভয়াবহ থেকে ক্রমশ অতি ভয়াবহ হয়ে উঠছে করোনাভাইরাস চীনে ইতিমধ্যে তিন হাজার ৩০০ জনের মৃত্যু হয়েছে। আক্রান্তের সংখ্যা প্রায় এক লাখ। মৃত্যুর সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। চীনে নতুন করে ৩০ জনের মৃত্যু হয়েছে। আমেরিকাতেও মৃতের সংখ্যা বাড়ছে, এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ১২ জনের দক্ষিণ কোরিয়ায় মৃতের সংখ্যা ৪২ অন্যদিকে ইরানে সংখ্যাটা পৌঁছে গেছে ১০৭-এ। সেখানে আক্রান্তের সংখ্যাও হু হু করে বাড়ছে। ইতিমধ্যে সেখানে আক্রান্ত হয়েছেন প্রায় সাড়ে তিন হাজার। করোনার হানায় ইতালিতে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৪৮ জনে। ইউরোপের মধ্যে প্রথম এই দেশে এ ভাইরাস সংক্রমিত হয়। সব মিলিয়ে মৃতের সংখ্যা ছাড়িয়েছে সাড়ে তিন হাজারের গণ্ডি।

Post a Comment

সর্বশেষ সংবাদ

Copyright © VIDFOLIO - Best Video Marketing Agency in Bangladesh . Designed by OddThemes