১৯৭৭ সালে কন্টেইনার (Container) হ্যান্ডলিং কার্যক্রম শুরুর ৪১ বছর পর নির্ধারিত সময়ের এক বছর আগেই ২ মিলিয়ন (২০ লাখ) কনটেইনার হ্যান্ডলিংয়ের লক্ষ্যমাত্রা ছুঁয়েছে চট্টগ্রাম বন্দর।
গতকাল রোববার রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে চট্টগ্রাম বন্দরের কন্টেইনার হ্যান্ডলিং ২০ লাখ টিইইউ’স অতিক্রমের সাফল্য সনদ হস্তান্তর বিষয়ক এক সংবাদ সম্মেলনে এ তথ্য তুলে ধরেন চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান রিয়ার এডমিরাল নিজাম উদ্দীন আহমেদ।
তিনি বলেন, গত ২০ বছরে কন্টেইনার হ্যান্ডলিংয়ের গড় প্রবৃদ্ধি ছিল ১১ শতাংশ। ২০১২ থেকে ২০১৫ সালের তিন বছরে গড় প্রবৃদ্ধি ছিল ১৬ শতাংশ এবং ৭ লাখ টুয়েন্টি ইক্যুইভেলেন্ট ইউনিটস (টিইইউএস) কন্টেইনার হ্যান্ডলিং বৃদ্ধি পেয়েছে।
পরামর্শক প্রতিষ্ঠানের প্রতিবেদন অনুযায়ী ২০১৬ সালে চট্টগ্রাম বন্দরে ১৯.৫৬ লাখ টিইইউএস কন্টেইনার এবং ৪২.৪৭ লাখ মেট্রিকটন জেনারেল কার্গো হ্যান্ডলিং করতে হবে মর্মে উল্লেখ করা হয়। কিন্তু নির্ধারিত সময়ের এক বছর আগেই অতীতের সকল রেকর্ড ভঙ্গ করে ২০.২৫ লাখ টিইইউএস কন্টেইনার এবং ৫১.৩৮ লাখ মেট্রিকটন জেনারেল কার্গো হ্যান্ডেলিং করে নতুন ইতিহাস সৃষ্টি করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ।
সংবাদ সম্মেলনে বলা হয়, চট্টগ্রাম বন্দরে কন্টেইনার ধারণ ক্ষমতা ৩০ হাজার টিইইউএস থেকে প্রায় ৪০ হাজার টিইইউএস এ উন্নতি করা হয়েছে। আগামী ২০৪৩ সালের মধ্যে বাংলাদেশের কন্টেইনার হ্যান্ডেলিং ডিমাণ্ড হবে ১০.৬ মিলিয়ন টিইইউএস।
সংবাদ সম্মেলনে নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খান বলেন, চট্টগ্রাম বন্দর যে সাফল্য দেখিয়েছে তা দেশের সামনের দিকে এগিয়ে যাবারই ইতিবাচক দৃষ্টান্ত। দেশের বিরাজমান স্থিতিশীল রাজনৈতিক পরিবেশের কারণে দেশ এগিয়ে যাচ্ছে। আমরা কোন অবস্থাতেই এই স্থিতিশীলতা নষ্ট করতে পারিনা। এ বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে বলেও জানান তিনি।
সংবাদ সম্মেলন শেষে মন্ত্রী সফল কাজের স্বীকৃতি হিসেবে চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যানের হাতে সাফল্য সনদ তুলে দেন এবং চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের মাসিক মুখপত্র বন্দর বার্তার মোড়ক উন্মোচন করেন।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, নৌ পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এম এ লতিফ, সচিব অশোক মাধব রায়, জাফর আলম প্রমুখ।
from EBIZ NEWS - ২৪ ঘন্টা অনলাইন ব্যাবসায়িক সংবাদ এবং ই-কমার্স নিউজ - www.ebiz-news.com http://ift.tt/1OtioLL
via EBIZ-NEWS.COM

Post a Comment