চীনে যে গতিতে সংক্রমণ ছড়িয়েছে, চীনের বাইরে এই করোনা ভাইরাস সম্পর্কিত সর্বশেষ সংবাদঃ • মোবাইল ফোনে চার দিন বেঁচে থাকতে পারে করোনা @ http://tiny.cc/iikxkz • করোনা : সরকারের পদক্ষেপ জানতে চান হাইকোর্ট @ http://tiny.cc/6fkxkz • করোনাভাইরাস থেকে মুক্তি পেতে ইবির মেডিকেল প্রধানের উক্তি @ http://tiny.cc/mekxkz • মংলায় করোনাভাইরাসে ৩ বিদেশীর মৃত্যুর ‘গুজব’ @ http://tiny.cc/rhkxkz • করোনা সংক্রমণ এড়াতে অনুপম খেরের পরামর্শ @ http://tiny.cc/djkxkz • করোনাভাইরাস সম্পর্কিত বিজ্ঞাপন ফেসবুকে ফ্রি @ http://tiny.cc/khkxkz --------------------------- করোনাভাইরাস: সংক্রমণ ঠেকাতে যে বিষয় মনে রাখবেন ১. গণপরিবহনঃ গণপরিবহন এড়িয়ে চলা কিংবা সতর্কতার বিষয়টি বেশ গুরুত্বপূর্ণ। ২. কর্মক্ষেত্রঃ অফিসে একই ডেস্ক এবং কম্পিউটার ব্যবহার করলেও ভাইরাস সংক্রমণের ঝুঁকি থাকে। ৩. জনসমাগমস্থলঃ যেসব জায়গায় মানুষ বেশি জড়ো হয় সেসব স্থান এড়িয়ে চলা কিংবা বাড়তি সতর্কতার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। ৪. ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানঃ বাংলাদেশে বিভিন্ন ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানে যখন গ্রাহকরা যায় তখন অনেকেই একটি কলম ব্যবহার করেন। ৫. লিফটঃ ভাইরাস সংক্রমণের ক্ষেত্রে আরেকটি জায়গা হতে পারে বাড়ি কিংবা অফিসের লিফট। ৬. টাকা-পয়সাঃ ব্যাংক নোট বা টাকায় নানা ধরণের জীবাণুর উপস্থিতি শনাক্ত করার ঘটনা নতুন নয়। ৭. শুভেচ্ছা বিনিময়ঃ করমর্দন এবং কোলাকুলির মাধ্যমেও করোনাভাইরাস ছড়াতে পারে।
Can a digital AGM or meeting be as good as a physical one?
We are at a position where physical AGM cannot be held even if you want to. So, we must find new ways to conduct all…
Post a Comment