মানব সেবা'য় এগিয়ে আসুন, মানব সেবা'র পাশেই থাকুন - eCAB, manobsheba.com

মানব সেবা'য় এগিয়ে আসুন, মানব সেবা'র পাশেই থাকুন - eCAB, manobsheba.com


মানব সেবা'য় এগিয়ে আসুন, মানব সেবা'র পাশেই থাকুন - eCAB, manobsheba.com

This video is designed, shared & published by E-MARKETING ANALYZER (BLACK IZ LIMITED @ https://ift.tt/1Z3n1zB ).

--------------------------------- -------------------------------- Detail about the video : চলছে বিশ্বব্যাপী করোনা এর ভয়াবহতা, চলছে রমজান, মাস শেষে আসছে ঈদ। বেকার হয়ে পড়েছে লক্ষ কোটি দিনমজুর, এক মুঠো খাবার ছাড়াই পার হচ্ছে তাদের দিন । চলছে রমজান, ক্ষুধার যন্ত্রনা অনুভবের মাস । ভাবা যায় এক মুঠো ভাত হীন সেহরির কথা? ভাবা যায় খাদ্যহীন ইফতারের আয়োজন? অভুক্ত ব্যাক্তির রোজার কথা, স্বপ্ন ছাড়া ঈদের কথা? | House 29, Raod 6, Dhanmondi, Dhaka Dhaka, Bangladesh 1205 ✆ 09678-100700 📧 https://ift.tt/33V6ojY 🌐 www.manobsheba.com আপনার দেওয়া মাত্র ১,০০০ টাকা করে দিতে, একটি পরিবারে এক সপ্তাহের খাবারের ব্যাবস্থা অথবা ৪ জনের ৭ দিনের সেহরি, ইফতার আয়োজন। মানবতসেবা'য় আপনার দেওয়া দানের টাকা, পরম যত্নে পৌছে দেয় অভুক্ত মানুষের দোয়ারে। মানব সেবা'য় এগিয়ে আসুন, মানব সেবা'র পাশেই থাকুন জরুরী পরিস্থিতিতে ই-ক্যাব সদা সজাগ রয়েছে। পতিনিয়ত দেশের পরিস্থিতি ও অবস্থা বিবেচনায় বিভিন্ন সিদ্ধান্ত নিয়েছে। এবং সরকারী বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করে বিভিন্ন সমস্যার সমাধন করেছে। ১. ই-ক্যাব মেম্বার কোম্পানীগুলোর মধ্যে শতাধিক প্রতিষ্ঠান জনসাধারণের জন্য নিত্যপণ্য ও ঔষধ সরবরাহে কাজ করছে। যার মধ্যে লজিস্টিক সেবাদাতা প্রতিষ্ঠান রয়েছে ২৫টি। প্রতিদিন নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রীর ৪০ হাজার অর্ডার প্রসেস করছে এসব কোম্পানীর প্রায় ২০০০ কর্মী। এই কাজটি করার জন্য ই-ক্যাব সরকারী বেসরকারী সবপক্ষের সাথে যোগাযোগ রক্ষা করেছে। ২. বিভাগীয় কমিশনার ও বাণিজ্য মন্ত্রণালয়ের কাছ থেকে ই-ক্যাব সদস্য প্রতিষ্ঠান সমূহের জন্য অনুমতি সংগ্রহ করেছে যাতে গৃহে অবস্থানরত জনসাধারণের কাছে জরুরী পন্য ও জীবন রক্ষাকারী ঔষধ সামগ্রী পৌঁছে দিতে পারে। এবং যেসব প্রতিষ্ঠান এই সময়ে জরুরীপন্যের সেবা অব্যাহত রেখেছে তাদেরকে প্রত্যয়নপত্র ইস্যু করেছে। ৩. ই-ক্যাব, এটুআই, ক্যাবিনেট ডিভিশন, আইসিটি ডিভিশন ও একশপ এর সাথে মিলে ই-কমার্স ও লজিস্টিক সেবাদাতা প্রতিষ্ঠানসমূহের যৌথভাবে একটি স্বাস্থ্যবিধি প্রণয়ন করেছে এবং তা সদস্য প্রতিষ্ঠানসমূহকে সরবরাহ করেছে। ৪. এই বিধিতে জরুরী অবস্থায় কিছু নিয়ম মেনে সেবা দিতে নির্দেশনা দেয়া হয়েছে। যাতে তাদের কাজের মাধ্যমে নিজেদের কর্মী কিংবা ক্রেতাদের মাঝে নভেল করোনা ভাইরাস ছড়াতে না পারে। প্রতিষ্ঠানগুলো বিধিসমূহ প্রতিপালন করছে কিনা তা নিয়মিত তদারক করছে ই-ক্যাব। ৫. এই পরিস্থিতিতে যেসব কোম্পানী জরুরী পণ্য সরবরাহ সেবা দিচ্ছে তাদের সেবা নির্বিঘ্ন করার লক্ষ্যে ই-ক্যাব থেকে প্রত্যয়নপত্রের সাথে একটি স্টিকার প্রদান করা হয়েছে। যেন রাস্তায় তারা কোনো বাঁধায় না পড়ে। ৬. ই-ক্যাবের সদস্য কোম্পানীগুলো যেন এই বিশেষ পরিস্থিতিতে জনগনের পাশে থেকে তাদেরকে সঠিকভাবে সেবা দিতে পারে সেজন্য ই-ক্যাবের পক্ষ থেকে সহযোগিতা করতে একটি হেল্পলাইন খোলা হয়েছে। কর্মীরা কাজ করতে গিয়ে কোনো সমস্যায় পড়লে এই নাম্বার থেকে সমাধান দেয়া হয়। ফোন নাম্বার: 09638999662 ৫. ই-ক্যাবের সদস্যদের মধ্য থেকে একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে। যারা ই-ক্যাব সদস্য প্রতিষ্ঠানগুলোর প্রতি নজর রাখছে যেন কোনো প্রতিষ্ঠান তাদের পণ্য বা সেবার মূল্যবৃদ্ধি না করে। ৬. দেশে নভেল করোনা ব্যাপক হারে ছড়িয়ে পড়ার যে আশংকা তৈরী হয়েছে। তা থেকে ই-ক্যাবের সদস্য, তাদের পরিবার, কর্মী এবং ক্রেতাদের নিরাপদ রাখতে স্বাস্থ্য জিজ্ঞাসার জন্য আলাদা একটি হেলথকেয়ার ইনফরমেশন হেলপ লাইন চালু করা হয়েছে। কয়েকজন অভিজ্ঞ ডাক্তার করোনা সংক্রান্ত বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়ে তাদের সমস্যার সমাধান ও তাদের মন থেকে আতংক দূর করতে কাজ করছেন। ফোন নাম্বার: ৭. একটি নবীন ও বেশীরভাগ ক্ষুদ্র উদ্যোক্তার সংগঠন হওয়া সত্বেও ও ই-ক্যাবে এর পক্ষ থেকে একটি বিশেষ তহবিল গঠন করার উদ্যোগ নেয়া হয়েছে। এই তহবিল থেকে হতদরিদ্র ও স্বল্প আয়ের মানুষদের খাবার ও নিরাপত্তা উপকরণ প্রদান করা হবে। ৮. ই-ক্যাবের সদস্য প্রতিষ্ঠান সমূহের লজিস্টিক সক্ষমতার উপর এটুআইর সাথে মিলে বিস্তারিত ডেটাবেজ তৈরী করা হয়েছে। যাতে জরুরী পরিস্থিতিতে এই সাপ্লাইচেইনকে সমন্বয় করে কাজে লাগানো যায়। দেশের যেকোনো প্রয়োজনে এই সাপ্লাইচেইন পাশে দাঁড়াবে। ৯. করোনা জনিত পরিস্থিতির কারণে ই-কমার্স উদ্যোক্তাদের ক্ষতির মূল্যায়ন করতে একটি জরিপ চালিয়েছে ই-ক্যাব। তাতে দেখা যায় ই-ক্যাবের ১০৭৫ সদস্য প্রতিষ্ঠান তাদের অফিসভাড়া এবং কর্মীর বেতন বাবদ প্রায় 480 কোটি টাকার বিশাল ক্ষতির মধ্যে পড়েছে। সরকারের কাছে এই ক্ষতি পূরণের একটি অংশ সহায়তা চেয়ে আবেদন করেছে ই-ক্যাব ১০. এছাড়া করোনা পরবর্তী পরিস্থিতি উত্তরণের জন্য ৬শ কোটি টাকা সহজ শর্তে ঋণ দেয়ার জন্য আবেদন করেছে ই-ক্যাব। ১১. করোনা পরিস্থিতিতে ই-ক্যাবের সমস্ত কর্মকান্ড মাননীয় প্রধানমন্ত্রীকে লিখিতভাবে জানিয়েছেন ই-ক্যাবের প্রেসিডেন্ট। ১২. এছাড়া ই-ক্যাবের কার্যনির্বাহী সদস্যগণ, স্ট্যান্ডিং কমিটির সদস্যগণ ও অফিস কর্মীরা নিজের বাসায় বসে এই মুহুর্তে বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে সাথে সমন্বয়, দাপ্তরিক কাজ ও অনলাইনে গুরুত্বপূর্ণ সব সভায় যোগ দেয়ার মাধ্যমে এই সংকটে নিজেদের সর্বোচ্চ দিয়ে কাজ করে যাচ্ছে। ১৩. এই সময়ে কেউ যেন ই-ক্যাবের সদস্য হতে চেয়ে ব্যর্থ হয়ে না যায় সেজন্য ই-ক্যাবের পক্ষ থেকে রেজিস্ট্রেশণ প্রক্রিয়া ১শ ভাগ অনলাইন ভিত্তিক করা হয়ে। #eCAB, #manobsheba.com # ই-ক্যাব #ই-কমার্স

This video is designed, shared & published by E-MARKETING ANALYZER (BLACK IZ LIMITED @ https://ift.tt/1Z3n1zB ). Content Designed for https://www.youtube.com/watch?v=WviSWI3q-Rc ( Original URL @ https://www.youtube.com/watch?v=WviSWI3q-Rc ). E-MARKETING ANALYZER (BLACK IZ LIMITED @ https://ift.tt/1Z3n1zB ) is one of the leading online marketing agency in Bangladesh in Bangladesh.

Complete online marketing solution | SEO - Search Engine Optimization, SEM | Search Engine Marketing, SMM | Social Media Marketing, EMM | eMail Marketing, SMS | SMS Marketing Solution @ https://ift.tt/1Z3n1zB

Post a Comment

সর্বশেষ সংবাদ

Copyright © VIDFOLIO - Best Video Marketing Agency in Bangladesh . Designed by OddThemes