জবাব দিবে কে? আর কত রিশা মরলে এই বাংলাদেশ রিশাদের জন্য নিরাপদ হবে?

জবাব দিবে কে? আর কত রিশা মরলে এই বাংলাদেশ রিশাদের জন্য নিরাপদ হবে?


Liked on YouTube: জবাব দিবে কে? আর কত রিশা মরলে এই বাংলাদেশ রিশাদের জন্য নিরাপদ হবে? http://youtu.be/JFOONRYpNcA জবাব দিবে কে? আর কত রিশা মরলে এই বাংলাদেশ রিশাদের জন্য নিরাপদ হবে? ওরে বুকে নিয়া আমি হাসপাতাল থেকে বাইর হইছিলাম। আজ ওর এ কী চেহারা দেখলাম! কেন আল্লাহ আমারে এটা দেখাইলো!’ বলে কাঁদতে কাঁদতে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গের লাশঘর থেকে বের হলেন ইতি ও রিতা। ইতি রিশার বড় মামি ও রিতা মেঝো মামি। কাঁদতে কাঁদতে ইতি বলেন, ‘আমার বিয়ের দুই বছর পর ওর (রিশা) জন্ম। ওরে আমি কোলের ভেতর নিয়া হাসপাতাল থেকে বের হইছিলাম। সেই রিশার আজ কী চেহারা দেখাইলো খোদা!’ বুধবার (২৪ আগস্ট) বেলা পৌনে ১২টার দিকে রাজধানীর কাকরাইলে উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের ছাত্রী সুরাইয়া আক্তার রিশা (১৫) দুর্বৃত্তের ছুরিকাঘাতে গুরুতর আহত হয়। এরপর তাকে ঢাকা মেডিক্যাল কলেজ ‘আমার নিজের সন্তান আছে। তাদের বড় করছি। কিন্তু আমি মামি হয়ে বলছি, রিশার মতো কোনও মেয়ে হয় না। আমার সন্তানরাও হবে না ওর মতো। এমন মেয়ে মরে গেল। মেরে ফেললো একটা বখাটে! এর কি কোনও বিচার হবে না! আমরা কি রিশা হত্যার বিচার পাবো না’ বলেই কাঁদতে থাকেন ইতি। পাশে বসা মেঝো মামি রিতা বলেন, ‘রিশা খুবই মিশুক ছিল। ছোটকাল থেকে বড় করলাম। আর এখন এই অবস্থা! পরিবারের সবার বড়, অনেক আদরের মেয়ে ছিল রিশা!’ রিতা বলেন, ‘ঘটনার পরদিন যখন ওকে দেখার জন্য আসলাম, তখন ও শুধু আম্মু আম্মু করছিল। গত বৃহষ্পতিবার থেকে রিশার মা তানিয়া হোসেন মেয়ের পাশেই ছিলেন। কিন্তু আজ সে নিজেই অসুস্থ।’ ‘মেয়ের লাশ কেমনে দেখামু তারে’ বলেই চিৎকার করতে থাকেন রিতা।

Post a Comment

সর্বশেষ সংবাদ

Copyright © VIDFOLIO - Best Video Marketing Agency in Bangladesh . Designed by OddThemes