গুলশান হামলার খলনায়ক হিযবুত তাহরীরের পৃষ্ঠপোষক হাসনাত করিম এবং তাহমিদ

গুলশান হামলার খলনায়ক হিযবুত তাহরীরের পৃষ্ঠপোষক হাসনাত করিম এবং তাহমিদ


Liked on YouTube: গুলশান হামলার খলনায়ক হিযবুত তাহরীরের পৃষ্ঠপোষক হাসনাত করিম এবং তাহমিদ http://youtu.be/hkt5y8Y_F_M নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক হাসনাত করিমই ছিলেন গুলশান হামলার অন্যতম পরিচালক। বলা যায়, খলনায়ক। গুলশান হামলার খলনায়ক হিযবুত তাহরীরের পৃষ্ঠপোষক হাসনাত করিম এবং তাহমিদ তিনি নিজে ঘটনাস্থলে উপস্থিত থেকে হামলা পরিচালনা ও মনিটরিং করেন। নানাভাবে যোগাযোগ ও তথ্য আদান-প্রদান করেন দেশ ও বিদেশের বিভিন্ন মাধ্যমে। গুরুত্বপূর্ণ এ ভূমিকা পালনের ক্ষেত্রে তিনি ছিলেন একেবারে স্বাভাবিক। গুলশান হামলার খলনায়ক হিযবুত তাহরীরের পৃষ্ঠপোষক হাসনাত করিম এবং তাহমিদ আর এতটাই স্বাভাবিক ছিলেন যে, বীভৎস হত্যাযজ্ঞের মধ্যে ভাত রান্নার ব্যবস্থা করে সপরিবারে রাতের খাওয়া-দাওয়াও সেরে নেন। সঙ্গে থাকা কানাডা প্রবাসী ছাত্র তাহমিদ খান ছিলেন তার অন্যতম সহযোগী। নিজ হাতে অস্ত্র চালিয়ে সেও এই নৃশংস হত্যাযজ্ঞে অংশ নেয়। বিলম্বে হলেও দুটি স্টিল ছবি ও তার মোবাইল ফোনের অধিকতর ফরেনসিক রিপোর্ট থেকে এসব চাঞ্চল্যকর ক্লু বেরিয়ে এসেছে। গুলশান হামলার খলনায়ক হিযবুত তাহরীরের পৃষ্ঠপোষক হাসনাত করিম এবং তাহমিদ প্রসঙ্গত, ঘটনার পর শুরু থেকেই একটি পক্ষ হাসনাত করিম ও তাহমিদ খানকে নির্দোষ প্রমাণ করতে নানাভাবে সক্রিয় ছিল। যে কারণে প্রাপ্ত তথ্য-উপাত্তের প্রমাণ নিয়ে কিছুটা বিভ্রান্তিও তৈরি হয়। তবে ঘটনার ৩৬ দিনের মাথায় শনিবার সংশ্লিষ্ট তদন্তকারী সংস্থার কাছে হাসনাত করিমের জড়িত থাকার অকাট্য প্রমাণ মিলেছে। এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য-উপাত্ত তুলে ধরতে আজ-কালের মধ্যে ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করা হতে পারে। নির্ভরযোগ্য সূত্রে এ তথ্য জানা গেছে। গুলশান হামলার খলনায়ক হিযবুত তাহরীরের পৃষ্ঠপোষক হাসনাত করিম এবং তাহমিদ

Post a Comment

সর্বশেষ সংবাদ

Copyright © VIDFOLIO - Best Video Marketing Agency in Bangladesh . Designed by OddThemes