বছরের শেষ সপ্তাহে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে ( Dhaka Stock Exchange ) লেনদেনের শীর্ষে উঠে এসেছে (BEXIMCO) বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড। ওষুধ ও রসায়ন খাতের এ কোম্পানির ৮০ লাখ ২৫ হাজার ৮৭৯টি শেয়ার ৬৮ কোটি ২৬ হাজার টাকায় লেনদেন হয়ে শীর্ষে উঠে আসে।
| লেনদেনের শীর্ষে বেক্সিমকো (BEXIMCO) |
ডিএসই থেকে প্রাপ্ত তথ্যানুযায়ী, ( Dhaka Stock Exchange ) ডিএসইতে সপ্তাহের ৫ কার্যদিবসে কাশেম ড্রাইসেলসের শেয়ার ৬১ কোটি ৭২ লাখ ৬ হাজার টাকা লেনদেন হয়ে টার্নওভারের দ্বিতীয় স্থানে উঠে আসে। এ ছাড়া সপ্তাহজুড়ে এমারাল্ড অয়েলের শেয়ার ৫৪ কোটি ৪৮ লাখ ২১ হাজার টাকায় লেনদেন হয়ে তৃতীয়, এসিআই লিমিটেডের শেয়ার ৫৪ কোটি ৩০ লাখ ৫০ হাজার টাকায় লেনদেন হয়ে চতুর্থ, বেক্সিমকোর শেয়ার ৫৩ কোটি ১২ লাখ ১৭ হাজার টাকা লেনদেন হয়ে পঞ্চম, স্কয়ার ফার্মার শেয়ার ৫০ কোটি ৯ লাখ ৬০ হাজার টাকায় লেনদেন হয়ে ষষ্ঠ, সিঙ্গার বাংলাদেশের শেয়ার ৪০ কোটি ৩১ লাখ ৫৭ হাজার টাকায় লেনদেন হয়ে সপ্তম, সামিট এ্যালায়েন্স পোর্টের শেয়ার ৩৫ কোটি ৩১ লাখ ১৬ হাজার টাকায় লেনদেন হয়ে অষ্টম, বিএসআরএম স্টীলের শেয়ার ৩৩ কোটি ৬৩ লাখ ৭ হাজার টাকায় লেনদেন হয়ে নবম ও কেডিএস এক্সসরিজের শেয়ারে ৩২ কোটি ৮৪ লাখ ৪ হাজার টাকায় লেনদেন হয়ে টার্নওভারের দশম স্থানে উঠে আসে।
from EBIZ NEWS - ২৪ ঘন্টা অনলাইন ব্যাবসায়িক সংবাদ এবং ই-কমার্স নিউজ - www.ebiz-news.com http://ift.tt/1kAtanf
via EBIZ-NEWS.COM

Post a Comment