স্বপ্ন (কিংবা Dream) দেখতে আমরা কে না ভালবাসি? আপনার মত পৃথিবীর সব মানুষই স্বপ্ন দেখতে ভালবাসে। একজন সুস্থ সাধারণ মানুষ মাত্রই স্বপ্ন দেখবেন এবং সেটাই স্বাভাবিক। কিন্তু কথা হচ্ছে স্বপ্নের ব্যাপারে আমরা কতটুকু জানি? 'স্বপ্ন' (কিংবা Dream) নিয়ে কিছু চমকপ্রদ তথ্য :
| স্বপ্ন দেখতে আমরা কে না ভালবাসি? 'স্বপ্ন' (Dream) নিয়ে কিছু চমকপ্রদ তথ্য! |
• মানুষ স্বপ্নের ৯০ শতাংশই আমরা ভুলে যাই
• অন্ধ কিংবা বোবা মানুষেরাও স্বপ্ন দেখে
• শুখি-অসুখী, লোভী-ভাল সব মানুষই স্বপ্ন দেখে
• স্বপ্নে আমরা শুধুমাত্র পরিচিত মুখগুলোই দেখতে পাই
• সবাই রঙিন স্বপ্ন দেখেন না কেউ সাদাকাল স্বপ্নও দেখে
• স্বপ্ন হল সম্পুর্নই প্রতীকী ভাষার হয় তাই বুঝা কঠিন
• অনুভূতির প্রকাশ অর্থাৎ স্বপ্ন দেখে আপনার অনুভূতি হয়
• এক রাতের ঘুমে আপনি ৪টি থেকে ৭টি স্বপ্ন দেখেন
• স্বপ্ন মানুষকে তার ভবিষ্যৎ সম্পর্কে ধারনা দেয়
• নাক ডাকা অবস্থায় স্বপ্ন দেখা যায় না
স্বপ্ন (Dream) হলো ঘুমে থেকে কল্পনা করা। জেগে থাকা অবস্থায় মানুষ অনেক রকমের সমস্যায় থাকে। অনেক রকম ইকুয়াল সম্ভাবনা থেকে আমারা ভালো সমাধান বের করতে দ্বিধা-দণ্ডে থাকি। অনেক সময় ব্রেন আগেই সে সমস্যার সমাধান করে ফেলে। ঘুমের সময় যেহেতু আমাদের ইন্টারফেয়ারনেস থাকে না তাই স্বপ্নে (Dream) অনেক সময় সমস্যার সমাধান পাওয়া যায়।
from EBIZ NEWS - ২৪ ঘন্টা অনলাইন ব্যাবসায়িক সংবাদ এবং ই-কমার্স নিউজ - www.ebiz-news.com http://ift.tt/1VwGFCa
via EBIZ-NEWS.COM

Post a Comment