সিপিডি (CPD)র আশঙ্কা ৪০০০০ কোটি টাকার রাজস্ব ঘাটতির

সিপিডি (CPD)র আশঙ্কা ৪০০০০ কোটি টাকার রাজস্ব ঘাটতির

চলতি ২০১৫-১৬ অর্থবছরে বাংলাদেশে ৪০০০০ কোটি টাকা রাজস্ব ঘাটতির আশঙ্কা করছে সেন্টার ফর পলিসি ডায়ালগ (CPD)। আজ রবিবার সকালে  রাজধানীর ব্র্যাক সেন্টারে ২০১৫-১৬ অর্থবছরের প্রথম ছয় মাসের পর্যালোচনা প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে সিপিডির ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য এ কথা বলেন।


সিডিপি (CPD)র গবেষণা প্রতিবেদন প্রকাশ করে বিশিষ্ট এ অর্থনীতিবিদ বলেন, ‘চলতি অর্থবছরে বড় ধরনের রাজস্ব ঘাটতি হবে। যা প্রায় ৪০ হাজার কোটি টাকার মতো হতে পারে।’ আর এ জন্য তিনি অস্থিতিশীলতাকেই দায়ী করেছেন।

প্রসঙ্গত, চলতি ২০১৫-১৬ অর্থবছরের বাজেটে এক লাখ ৭৬ হাজার ৩৭০ কোটি টাকার রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে।

সংস্থাটি বলছে, রপ্তানি লক্ষ্যমাত্রা অর্জনে অর্থবছরের প্রথমার্ধে পিছিয়ে রয়েছে বাংলাদেশ।

সিপিডি’র নির্বাহী পরিচালক ড. মুস্তাফিজুর রহমান বলেন, সাধারণত রেডিমেড গার্মেন্টসের রপ্তানির লক্ষ্যমাত্রা যা থাকে সে তুলনায় কম রাখা হয়েছে। রেডিমেড গার্মেন্টসের বাইরের অন্যান্য পণ্যের রপ্তানি অনেকটাই কমে গেছে। প্রথম মাঁচ মাসে প্রত্যাশিতভাবে ওগুলোর রপ্তানি হয়নি।

তিনি বলেন, আমদানি ব্যয় কমেছে, তবে তার একটা বড় কারণ বিশ্ববাজারে তেলের দাম কমে যাওয়া। উন্নত বিশ্বের অর্থনীতিও শ্লথ হওয়ার কারণে রপ্তানি বৈচিত্র্যকরণের যে লক্ষ্য সেটা চ্যালেঞ্জের মুখে পড়েছে।


from EBIZ NEWS - ২৪ ঘন্টা অনলাইন ব্যাবসায়িক সংবাদ এবং ই-কমার্স নিউজ - www.ebiz-news.com http://ift.tt/1RjoSOa
via EBIZ-NEWS.COM

Post a Comment

সর্বশেষ সংবাদ

Copyright © VIDFOLIO - Best Video Marketing Agency in Bangladesh . Designed by OddThemes