চলতি অর্থবছরে মোট দেশজ উৎপাদন (জিডিপি) প্রবৃদ্ধি ৭ শতাংশের ওপরে স্বপ্ন দেখছেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর (Governor) আতিউর রহমান।
গভর্নর বলেন, বর্তমান অবস্থার মতো দেশ যদি স্থিতিশীলতা বা শান্তি বজায় থাকে। কেউ যদি নিজের পায়ে নিজে গুলি না করে তাহলে ৭ শতাংশের ওপরে প্রবৃদ্ধি স্বপ্ন আমরা দেখতে পারি।
গভর্নর আরো বলেন, উদ্যোক্তা উন্নয়নের লক্ষে বাংলাদেশ ব্যাংক ১শ’ কোটি টাকা বরাদ্দ রেখেছে। আমরা শুধু কর্মী চাইনা, নেতাও চাই যারা অর্থনীতিতে নেতৃত্ব দিবে।
২০৪১ সালের মধ্যে আমরা উন্নত দেশে পরিণত হবো। আর ২০৫০ সালের মধ্যে পৃথিবীর উন্নত ২৩ টি দেশের মধ্যে বাংলাদেশ একটি হবে।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন, এমএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস বিভাগের মহাব্যবস্থাপক স্বপন কুমার রায়। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক নির্মল চন্দ্র ভক্তের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এস.কে সুর চৌধুরী।
অ্যাসোসিয়েশন ব্যাংকার্স বাংলাদেশ (এবিবি) সভাপতি আনিস এ খান, নন-ব্যাংক ফাইন্যান্স অ্যাসোসিয়েশনের সভাপতি মফিজ উদ্দিন সরকার, অর্থমন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এসইআইপি জাতীয় প্রকল্পের নির্বাহী পরিচালক আব্দুর রউফ তালুকদার প্রমুখ।
প্রশিক্ষণের জন্য ১৫৭টি প্রতিষ্ঠান থেকে বাছাই করে ৮ প্রতিষ্ঠানকে নির্বাচিত করেছে বাংলাদেশ ব্যাংক। ১২টি ট্রেডে ১০ হাজার ২০০ জনকে প্রশিক্ষণ দেওয়া হবে। এই প্রকল্পের খরচ যোগাবে কেন্দ্রীয় ব্যাংক।
স্বীকৃতি পাওয়া প্রতিষ্ঠানগুলো হচ্ছে, ইউসেফ বাংলাদেশ, এমএডব্লিউটিএস, টিএমএসএস, ক্রিয়েটিভ আইটি লি., উদ্দীপনের, বিআইআইটি, পিআরডিএস, এজিডব্লিউইবি।
from EBIZ NEWS - ২৪ ঘন্টা অনলাইন ব্যাবসায়িক সংবাদ এবং ই-কমার্স নিউজ - www.ebiz-news.com http://ift.tt/1OD4jHu
via EBIZ-NEWS.COM

Post a Comment