২৭.৪৯ বিলিয়ন ডলার (Dollar) রিজার্ভ বেড়ে

২৭.৪৯ বিলিয়ন ডলার (Dollar) রিজার্ভ বেড়ে

বাংলাদেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ডিসেম্বরে ২৭.৪৯ বিলিয়ন ডলার (Dollar) স্পর্শ করেছে।


গতকাল রবিবার বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, রপ্তানি ও রেমিট্যান্সের কারণে রিজার্ভ গত বছরের তুলনায় ২৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

এ ছাড়া আমদানি বাড়ার ধীরগতি ও বিশজুড়ে পণ্যদ্রব্যের দাম কমার কারণেও রিজার্ভ বৃদ্ধি হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বর্তমান রিজার্ভে অনায়াসে সাত মাসের আমদানি বাণিজ্যের ব্যয় মেটানো সম্ভব। বর্তমান ২০১৫-১৬ অর্থবছরের প্রথম পাঁচ বছরে রপ্তানি হয়েছে ১২.৮৮ বিলিয়ন ডলার যা গত বছর থেকে ৬.৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

বরাবরের মতোই রপ্তানিতে সবার চেয়ে এগিয়ে তৈরি পোশাক খাত।


from EBIZ NEWS - ২৪ ঘন্টা অনলাইন ব্যাবসায়িক সংবাদ এবং ই-কমার্স নিউজ - www.ebiz-news.com http://ift.tt/1IKVrU2
via EBIZ-NEWS.COM

Post a Comment

সর্বশেষ সংবাদ

Copyright © VIDFOLIO - Best Video Marketing Agency in Bangladesh . Designed by OddThemes