আসছে মহাদুর্যোগ, হতে পারে সর্বোচ্চ ২৪ মাত্রার ভূমিকম্পনও - Earthquake

আসছে মহাদুর্যোগ, হতে পারে সর্বোচ্চ ২৪ মাত্রার ভূমিকম্পনও - Earthquake

আগামীতে আসছে মহাদুর্যোগ। এই মহাদুর্যোগে কয়েক কোটি লোকের প্রাণহানী ঘটবে বলে ভবিষ্যদ্বাণী করেছেন ইরানের এক পরমাণু বিজ্ঞানী। ইরানী বংশোদ্ভূত এই বিজ্ঞানী বলছেন, আগামী শরতের মধ্যে যে কোনো সময় ১০-১৬ মাত্রার একাধিক এবং এমন কী সর্বোচ্চ ২৪ মাত্রার ভূমিকম্পনও আঘাত হানতে পারে পৃথিবীতে। এর ফলে ভয়াবহ সুনামিতে তলিয়ে যাবে আমেরিকা মহাদেশের বিস্তীর্ণ জনপথ। 

 

আসছে মহাদুর্যোগ, হতে পারে সর্বোচ্চ ২৪ মাত্রার ভূমিকম্পনও - Earthquake


পরমাণু ইঞ্জিনিয়ার ড. মেহরান খোশের ভবিষ্যদ্বাণীতে যদি সত্য হয় তাহলে বলতে হয় যে, মেগা সুনামির তা-বে প্রবল জলোচ্ছ্বাসের মহাদুর্যোগ অপেক্ষা করছে আমাদের সামনে। টুকরো টুকরো হয়ে যাবে উত্তর ও দক্ষিণ আমেরিকা। ফুঁসে ওঠা জলোচ্ছ্বাসে, ভূগর্ভে তলিয়ে গিয়ে এবং ধ্বংসস্তূপে চাপা পড়ে মরবে আমেরিকা ও এশিয়া মহাদেশের ৪০ মিলিয়ন অর্থাৎ ৪ কোটি মানুষ।

ড. খোশে এই ভূমিকম্পকে আসন্ন হিসেবে উল্লেখ করেছেন। সম্প্রতি আমেরিকা ও কানাডার কয়েক লাখ মানুষ যোগ দিয়েছিলেন গ্রেট শেইক আউট-এ। বড় ধরনের ভূমিকম্প (Earthquake) হলে কীভাবে উদ্ধারকাজ চালাতে হবে তারই মহড়া প্রশিক্ষণ চলে সেখানে। সেই মহড়া চালার সময়ই ড. খোশের সতর্কবার্তার কথা জানানো হয়। মেহরান খোশে ইরানি বংশোদ্ভূত পরমাণু ইঞ্জিনিয়ার। খোশের দাবি অনুযায়ী, বিশ্বের বিভিন্ন প্রান্তে মাঝে মধ্যে ৬-৮ কম্পাঙ্কের যে ভূমিকম্প (Earthquake) হচ্ছে তা মেগা ভূমিকম্পের শুরু মাত্র। তার কথায়, এর মধ্যেই রয়েছে আরও বড় দুর্যোগের অশনিসংকেত। আজ থেকে আগামী শরতের মধ্যে যে কোনও দিন মেগা ভূমিকম্প (Earthquake) সবকিছু তছনছ করে দিতে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেছেন। গত মাসে খোশের একটি ভিডিও রিলিজ হয়েছে। সেই ভিডিওটিতে খোশে জানান, দক্ষিণ আমেরিকাতেই এই মহাদুর্যোগের সূত্রপাত হবে।

ভূমিকম্প এর বড় ধরনের হুমকির মুখে বাংলাদেশ - (Earthquake)


ভূমিকম্প এর বড় ধরনের হুমকির মুখে বাংলাদেশ - (Earthquake)

 ভৌগলিক ভাবে নাজুক অবস্থানের কারণে বড় ধরনের ভূমিকম্প (Earthquake) ঝুঁকির মধ্যে অবস্থান করছে বাংলাদেশ। যে কোন সময় ঘটে যেতে পারে ভয়াবহ বিপর্যয়..   আরও পড়ুন


১০ থেকে ১৬ কম্পাঙ্কের তীব্রতার বেশ কয়েকটি ভূমিকম্প (Earthquake) হবে। তার মধ্যে কোনও একটি জায়গায় এই তীব্রতা ২৪ ছাড়িয়ে যাবে। যার জেরে উত্তর ও দক্ষিণ আমেরিকার পশ্চিম উপকূলে ২০ মিলিয়ন বা ২ কোটি মানুষ মরবে। তার দাবি, মেঘা ভূকম্পনের এই বিপর্যয়কর তা-ব থেকে চীনের মতো দেশও রেহাই পাবে না। সামনের কয়েক মাসের মধ্যে চীনে বিক্ষিপ্তভাবে বেশ কয়েকটি ভূমিকম্প (Earthquake) হবে। দুর্যোগে ক্ষতিগ্রস্ত হবে জাপানও। তার হিসাবে দুই আমেরিকার মতো প্রাণহানির ঘটনা ঘটবে জাপান ও চীনেও। যার জেরে ভেঙে পড়বে বিশ্ব অর্থনীতি। ওয়েবসাইট।  

শক্তিশালী ভূমিকম্প আবার আঘাত হানতে পারে - (Earthquake)

 
হিমালয়কন্যা নেপালে হাতে গনা কিছুদিন পুর্বেই যে ভয়ানক ভূমিকম্প (Earthquake) হয়েছিল তার রেশ কাটতে না কাটতেই আজ ভোরে বাংলাদেশে ভয়াবহ কম্পন অনুভব হয়েছে,... আরও পড়ুন


from EBIZ NEWS - ২৪ ঘন্টা অনলাইন ব্যাবসায়িক সংবাদ এবং ই-কমার্স নিউজ - www.ebiz-news.com http://ift.tt/1mAB5T5
via EBIZ-NEWS.COM

Post a Comment

সর্বশেষ সংবাদ

Copyright © VIDFOLIO - Best Video Marketing Agency in Bangladesh . Designed by OddThemes