হিমালয়কন্যা নেপালে হাতে গনা কিছুদিন পুর্বেই যে ভয়ানক ভূমিকম্প (Earthquake) হয়েছিল তার রেশ কাটতে না কাটতেই আজ ভোরে বাংলাদেশে ভয়াবহ কম্পন অনুভব হয়েছে, উৎপত্তি স্থলে রিখটার স্কেলে এ ভূমিকম্পের তীব্রতা ছিল ৬ দশমিক ৮। হিমালয়কন্যা নেপালে যে ভয়ানক ভূমিকম্প (Earthquake) হয়েছিল তা ছিল ৭ দশমিক ৯ তীব্রতার শক্তিশালী।
সে সময় নেপালের বাইরে বাংলাদেশ, ভারত, তিব্বত, চীন ও পাকিস্তানের বিস্তীর্ণ অঞ্চলজুড়ে এ ভূমিকম্প (Earthquake) অনুভূত হয়েছিল। সে সময় নেপাল সহ বাংলাদেশ, ভারত, তিব্বত, চীন ও পাকিস্তানে পর পর কয়েকবার সেই ভূমিকম্প (Earthquake) অনুভব করা গিয়েছিল। অনেক বিশেষজ্ঞের মতে এবারও ভূমিকম্প (Earthquake) আরও কয়েকবার হতে পারে এবং এতে ভয়াবহ ক্ষতিরও আশংকা রয়েছে।
এদিকে আরও ভূমিকম্প (Earthquake) হতে পারে বলে সতর্ক করেছে ভারতের কিছু বেসরকারি আবহাওয়া বিশেষজ্ঞ অধিদপ্তর। আজ সোমবার ভারতের একজন বিশেষজ্ঞ এই পূর্ব সতর্কতার কথা বলেন। উক্ত বরাত দিয়ে ভারতের শীর্স কিছু পত্রিকার প্রতিবেদনে বলা হয়, আজকে আঘাত হানা শক্তিশালী ভূমিকম্প (Earthquake) আবার আঘাত হানতে পারে।
আজ ভোর আবার প্রায় ছয় মাস পর তীব্র কম্পনে কেপে উঠে বাংলাদেশ, ভারত ও বাংলাদেশে যে ভূমিকম্প (Earthquake) অনুভূত হয়েছে সে সম্পর্কে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজকের ভূমিকম্পটির উৎপত্তি ছিল ভারতের মনিপুর থেকে। উৎপত্তি স্থলে রিখটার স্কেলে এ ভূমিকম্পের তীব্রতা ছিল ৬ দশমিক ৮।
ভূমিকম্প এর বড় ধরনের হুমকির মুখে বাংলাদেশ - (Earthquake)
তবে আশার কথা হচ্ছে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থার তথ্যমতে, আজ ভোরে যে ভূমিকম্পটি ভারত এবং এর আশপাশের এলাকায় অনুভূত হয়েছে তা ভূমিকম্প-পরবর্তী কম্পন। এর তীব্রতা ছিল ৬ দশমিক ৮। অর্থাৎ যেহুতু এটি ভূমিকম্প-পরবর্তী কম্পন অতএব এই মুহুর্তে পুনরায় ভূমিকম্প (Earthquake) হওয়ার সম্ভবনা নেই।
from EBIZ NEWS - ২৪ ঘন্টা অনলাইন ব্যাবসায়িক সংবাদ এবং ই-কমার্স নিউজ - www.ebiz-news.com http://ift.tt/1n00QN4
via EBIZ-NEWS.COM

Post a Comment