Internet User এর সংখ্যা ৩২০ কোটি, Mobile Net User ২০০ কোটি

Internet User এর সংখ্যা ৩২০ কোটি, Mobile Net User ২০০ কোটি

চলতি বছরের মধ্যে বিশ্বে মোট ইন্টারনেট ব্যবহারকারীর (Internet User)  সংখ্যা ৩২০ কোটি ছাড়িয়ে যাবে বলে জানিয়েছে গবেষণা সংস্থা ইন্টারন্যাশনাল ডেটা কর্পোরেশন (আইডিসি)। এর মধ্যে শুধুমাত্র মোবাইল ডিভাইসেই (Mobile Device) ব্যবহারকারীর  সংখ্যা ২০০ কোটি ছাড়িয়ে যাবে।

 

Internet User এর সংখ্যা ৩২০ কোটি, Mobile Net User ২০০ কোটি
Internet User এর সংখ্যা ৩২০ কোটি, Mobile Net User ২০০ কোটি

এক গবেষণা প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে সংস্থাটি। প্রতিবেদনে বলা হয়েছে, মোবাইল ডিভাইসে (Mobile Device) ইন্টারনেট ব্যবহারকারীর (Internet User) দিক থেকে সবচেয়ে বেশি এগিয়ে থাকবে ভারত, চীন এবং ইন্দোনেশিয়া।


‘ইন্টারনেট ব্যবহারকারীর (Internet User) সংখ্যা সারা বিশ্বেই বেড়ে চলেছে, তবে কিছু কিছু দেশে এ সংখ্যা দ্রুতই বৃদ্ধি পাচ্ছে। আর এদিক থেকে এগিয়ে আছে ভারত, চীন এবং ইন্দোনেশিয়া’ জানায় আইডিসি। সংস্থাটি আরও জানায়, আগামী পাঁচ বছরে যে পরিমাণ ব্যবহারকারী বৃদ্ধি পাবে, তার অর্ধেকই হবে এ তিনটি দেশ থেকে।

মূলত স্বল্প মূল্যের মোবাইল ডিভাইস এবং সস্তা এর কল্যাণেই জনবহুল এ দেশগুলোতে ইন্টারনেট ব্যবহারকারীর (Internet User) সংখ্যা বাড়ছে। ভারতের আইএএমএআই- এর তথ্যমতে, ২০১৫ সালের ডিসেম্বরের মধ্যে ৪০২ মিলিয়ন ব্যবহারকারীর লক্ষ্যমাত্রা ছিল দেশটির যা এর আগের বছরের তুলনায় ৪৯ শতাংশ বেশি।

আইডিসি আরও জানিয়েছে, ২০২০ সাল পর্যন্ত প্রতি বছর ব্যবহারকারীর সংখ্যা ২ শতাংশ হারে বৃদ্ধি পাবে। তবে বিনামূল্যে কিংবা কম মূল্যে ব্যবহারের সুযোগ করে দিতে যদি আরও কোন নতুন উদ্যোগ নেওয়া হয়, তাহলে এই প্রবৃদ্ধি আরও বেশি হতে পারে।

বর্তমানে বিশ্বের বিভিন্ন দুর্গম অঞ্চলের ইন্টারনেট সুবিধা বঞ্চিত জনগোষ্ঠীর কাছে ইন্টারনেট সেবা পৌঁছে দিতে কাজ করছে শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো। এর মধ্যে আছে গুগল, স্পেস এক্স এবং ফেসবুক। দুর্গম অঞ্চলে নেট সেবা দিতে ইন্টারনেট বেলুন এবং স্যাটেলাইট নিয়ে কাজ করছে এই প্রতিষ্ঠানগুলো।

আইডিসি’র মতে, আগামী পাঁচ বছরে ১০০ কোটিরও বেশি মানুষ তাদের ব্যাংকিং কার্যক্রম সম্পন্ন করতে এর দ্বারস্থ হবে। এ ছাড়া ইমেইল পাঠানো কিংবা অনলাইনে খবর পড়বে ২০০ কোটিরও বেশি মানুষ। এর পাশাপাশি অনলাইনে কেনাকাটার পরিমাণও উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাবে।


from EBIZ NEWS - ২৪ ঘন্টা অনলাইন ব্যাবসায়িক সংবাদ এবং ই-কমার্স নিউজ - www.ebiz-news.com http://ift.tt/1mv9inA
via EBIZ-NEWS.COM

Post a Comment

সর্বশেষ সংবাদ

Copyright © VIDFOLIO - Best Video Marketing Agency in Bangladesh . Designed by OddThemes