আসছে OLED মনিটর যা কাগজের মতো মোড়ানো কিংবা ভাঁজ করা সম্ভব

আসছে OLED মনিটর যা কাগজের মতো মোড়ানো কিংবা ভাঁজ করা সম্ভব

কাগজের মতো মোড়ানো কিংবা ভাঁজ করা যাবে এমন ওএলইডি (OLED) ডিসপ্লে নির্মাণের দাবি জানিয়েছে দক্ষিণ কোরিয়া ভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠান এলজি। যা ২০১৬ সালের কনজিউমার ইলেকট্রনিক্স শো (সিইএস)-এ প্রদর্শণ করা হবে। 

 

আসছে OLED মনিটর যা কাগজের মতো মোড়ানো কিংবা ভাঁজ করা সম্ভব
আসছে OLED মনিটর যা কাগজের মতো মোড়ানো কিংবা ভাঁজ করা সম্ভব

 

সম্প্রতি এমন তথ্য জানিয়েছে প্রতিষ্ঠানটি। এর আগে ২০১৪ সালেই এমন ১৮-ইঞ্চির পাতলা ‘রোলএবল’ ওএলইডি (OLED) প্যানেল নির্মাণের ঘোষণা দিয়েছিল এলজি। কিন্তু ঘোষণা দিলেও সে সময় প্যানেলটির কোনো নমুনা দেখায়নি প্রতিষ্ঠানটি।

আগের ওই ঘোষণায় এলজি তাদের ভিন্নধারার ওএলইডি (OLED) প্যানেল প্রসঙ্গে জানিয়েছিল, ৩ সেন্টিমিটার চওড়া ১৮ ইঞ্চির ওএলইডি (OLED) প্যানেলটির রেজুলিউশন হবে ১২০০ বাই ৮১০। এরপর আর এ বিষয়ে কোনো তথ্য জানায়নি প্রযুক্তি প্রতিষ্ঠানটি।

আর তাই ওএলইডি (OLED) প্যানেলটি সম্পর্কে প্রথম যে তথ্য দেওয়া হয়েছিল, প্যানেলটি সেরকমই রাখা হয়েছে নাকি এতে কোনো পরিবর্তন আনা হয়েছে সে বিষয়টি এখনও পরিষ্কার নয় বলে জানিয়েছে প্রযুক্তিবিষয়ক সাইট এনগ্যাজেট।

‘রোলেবল’ ওএলইডি (OLED) প্যানেল বাদেও এ বছরের সিইএস-এ কাগজের মতো পাতলা ৫৫-ইঞ্চির ওএলইডি (OLED) টিভি ডিসপ্লে দেখানোর পরিকল্পনা করেছে এলজি। এ ছাড়া প্রতিষ্ঠানটি ৫৫-ইঞ্চির ভিন্ন আরেকটি স্ক্রিন নিয়ে আসবে, যেটির দুই পাশেই আলাদা ছবি দেখা সম্ভব হবে।

এই প্রযুক্তিপণ্যগুলো বাদে প্রতিষ্ঠানটি ভিন্নধারার আর কী কী প্রযুক্তিপণ্য নিয়ে আসতে পারে, তা জানার জন্য অপেক্ষা করতে হবে ৬ জানুয়ারি পর্যন্ত। ওই দিনই শুরু হচ্ছে বছরের অন্যতম টেক ইভেন্ট সিইএস।


from EBIZ NEWS - ২৪ ঘন্টা অনলাইন ব্যাবসায়িক সংবাদ এবং ই-কমার্স নিউজ - www.ebiz-news.com http://ift.tt/1TzTURb
via EBIZ-NEWS.COM

Post a Comment

সর্বশেষ সংবাদ

Copyright © VIDFOLIO - Best Video Marketing Agency in Bangladesh . Designed by OddThemes